kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ভালুকায় কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিক অসন্তোষ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিশ্রুত বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা ছুটি ঘোষণা করায় গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিক অসন্তোষ দেখা দেয় ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ীর লিও ফ্যাশন লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায়। পরে ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কারখানার একাধিক শ্রমিক জানান, তাঁদের গত দুই মাসের বেতন বকেয়া পড়েছে। এর আগে গত মাসের বেতন ২৫ তারিখে এবং চলতি মাসের ৪ তারিখে ও আজ (গতকাল) দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ অবস্থায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

কারখানার মেইটেন্যান্স ম্যানেজার সিরাজুল ইসলাম সিরাজ জানান, কারখানার এমডি মাহবুবুল আলম কুহিনূর মারা যাওয়ায় নির্ধারিত তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তা ছাড়া কারখানার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় কারখানাটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

মন্তব্য