দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া পেট্রলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিবচরের রহিম খান (৩৮) নামের আরেক প্রবাসী মারা গেছেন। বাংলাদেশ সময় গত বুধবার বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত রহিম খানের ছোট ভাই শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রহিম খান মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইল এলাকার আব্দুল কাশেম খানের ছেলে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গত ২২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় একই উপজেলার ইমরান খলিফা নামের আরো একজনের মৃত্যু হয়। জানা যায়, গত ২১ অক্টোবর সোমবার রাতে ডাকাতি শেষে দোকানে আটকে রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অস্ত্রধারী ডাকাতদল। ইমরান ও আবদুর রহিম দগ্ধ হন।
মন্তব্য