kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

শিক্ষার্থীদের ৯ দফা দাবি

পবিপ্রবি প্রতিনিধি   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আইন ও ভূমি প্রশাসন অনুষদের সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা আন্দোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি তুলে ধরা হয়। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সিএসই অনুষদের স্বতন্ত্র ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম ৮.০০ পয়েন্ট, ভর্তি পরীক্ষায় সম্পূর্ণ বিবরণসহ নম্বর প্রকাশ।

মন্তব্য