kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলামের বিরুদ্ধে পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দুর্নীতির ঘটনায় বারের সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিএনপি নেতা অ্যাডভোকেট এ কে এম সাইফুল ২০১৮ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিভিন্ন কাজে পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন।

এদিকে গত মঙ্গলবার গওহর আলী ভবনে বার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বারের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে সভায় গোলাম ফারুক, আবদুল বাছেদ ও আশেকুর রহমান সুজনসহ অনেকে সাইফুলের দুর্নীতির চিত্র তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে সাইফুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা