kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

দুই মাসের মাথায় খুলে দেওয়া হলো কিন ব্রিজ

সিলেট অফিস   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে দক্ষিণ সুরমাবাসীর দাবির মুখে দুই মাসের মাথায় সংস্কার না করেই খুলে দেওয়া হয়েছে কিন ব্রিজ। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে গত মঙ্গলবার রাতে ব্রিজের দুই পাশের গ্রিল কেটে তা খুলে দেওয়া হয়। তবে ব্রিজ খুলে দেওয়া হলেও তাতে ইঞ্জিনচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিসিক।

সিলেটের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সংস্কারকাজের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে যান চলাচল বন্ধ করে দেয় সিসিক। এরপর গত ৫২ দিন পায়ে হেঁটে সেতু পারাপার হয় পথচারীরা। তবে কয়েক দিন ধরে ব্রিজটি খুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে সিসিকের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের মানুষ। তাদের দাবির

পরিপ্রেক্ষিতে নমনীয় হয় সিটি করপোরেশন। গত সোমবার নগর ভবনে দক্ষিণ সুরমার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপরই সিদ্ধান্ত হয় ব্রিজটি খুলে দেওয়ার।

কিন ব্রিজ খুলে দিলেও ইঞ্জিনচালিত কোনো যানবাহন ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সুরমা নদীর দক্ষিণ তীরের মানুষজন অসুবিধার কথা জানিয়ে বারবার বিভিন্ন দপ্তরে কিন ব্রিজটি খুলে দেওয়ার অনুরোধ করে। ফলে শুধু রিকশা, বাইসাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা