kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

স্ত্রী-সন্তানসহ সেনা সদস্য নিখোঁজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্ত্রী-সন্তানসহ সেনা সদস্য নিখোঁজ

হৃদয়

বগুড়ার শাজাহানপুরে ছুটিতে এসে হৃদয় (৩১) নামের এক সেনা সদস্য স্ত্রী-সন্তানসহ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ সেনা সদস্যের ছোট ভাই রানা গত মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় জিডি করেন। নিখোঁজ সেনা সদস্য হৃদয় উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

নিখোঁজ সেনা সদস্যের ছোট ভাই রানা জানান, গত ৬ অক্টোবর ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন হৃদয়। ১০ অক্টোবর দুপুরে স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া খিয়ারপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরদিন হৃদয়ের শ্বশুর রবিউল ইসলাম জামাইয়ের বাড়িতে এসে জামা-কাপড়, টিভিসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে বোঝাই করে ঘরে তালা লাগিয়ে দিয়ে যান। এরপর হৃদয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ১৮ অক্টোবর যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্যরা বাড়িতে এসে হৃদয়ের খোঁজ করেন। তখন হৃদয়ের শ্বশুরবাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, হৃদয় সেখানেও নেই। শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানে না বলে জানায়। এরপর থেকে স্ত্রী-সন্তানসহ হৃদয় নিখোঁজ রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা