kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

বরিশালে তিন পুলিশ বহিষ্কার, প্রত্যাহার ৫

বরিশাল অফিস   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই কারণে পাঁচ সদস্যকে বন্দর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।বিষয়টি অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) নিশ্চিত করেছেন। সাময়িক বহিষ্কৃতরা হলেন মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার এসআই আনিসুর রহমান, কনস্টেবল মোহম্মদ আলী ও জুলফিকার আলী। একই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে এএসআই তারিকুল ইসলাম, ইরফান হোসেন, সোহেল রানা এবং কনস্টেবল জাকির হোসেন ও ইব্রাহিম হোসেনকে।অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আকরাম হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্তব্যসাতদিনের সেরা