kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

টাঙ্গাইলে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

টাঙ্গাইল প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে ঘুষের ১৫ হাজার টাকাসহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাঁকে আটক করে।  

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ভূঞাপুর উপজেলার ‘মুক্তা ফুড প্রোডাক্ট’ কারখানার মালিক গৌবিন্দ কিশোর পালের কাছে ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য টাকা দাবি করেন ফেরদৌস।এ ব্যাপারে গোবিন্দ দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।অভিযোগের ভিত্তিতে দুদকেরএকটি দল গতকাল জেলা শহরের সাবালিয়ায় বিভাগীয় কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে অভিযান চালায়।

মন্তব্যসাতদিনের সেরা