kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ক্ষেতমজুর সমিতির মিছিলে যুবলীগ নেতার হামলা

২০ অটোবাইক ভাঙচুর, আহত ১৫

জামালপুর প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টি অটোবাইক ভাঙচুর করা হয়। সরিষাবাড়ী অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় শিমলাবাজার আলতা সিনেমা হলের সামনে এই হামলা চালানো হয়।

জানা গেছে, ষাটোর্ধ্ব দরিদ্র লোকদের বয়স্ক ভাতা, খাবার ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে উপজেলা ক্ষেতমজুর সমিতির উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করার কথা ছিল। ক্ষেতমজুর সমিতি ও সিপিবির নেতাকর্মীরা সকাল ১১টার দিকে সরিষাবাড়ী রেলস্টেশনের লোকোশেড এলাকায় সমবেত হন। পরে জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে যাওয়ার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়।

জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম বলেন, ‘যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে অর্ধশতাধিক লোক আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়।’

তবে সরিষাবাড়ী অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল দাবি করেন, ‘সরিষাবাড়ীতে ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলা বা অটোবাইক ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

সরিষাবাড়ী থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, ‘নিরাপত্তার জন্য সিপিবি ও ক্ষেতমজুর সমিতির কয়েকজন নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। তাঁরা এ হামলার ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ করেছেন।’

মন্তব্যসাতদিনের সেরা