kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার

ভারতীয় ১৪ জেলে নৌকাসহ আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের মোংলার সুন্দরবন উপকূলসংলগ্ন বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে ভারতীয় ১৪ জেলেকে ট্রলারসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। চলতি মাসে তিন দফায় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে ৪৯ জন ভারতীয় জেলে ও তাদের চারটি মাছ ধরা নৌকা আটক করেছে নৌবাহিনী। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলেদের ভাষ্য মতে, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা থেকে ভারতের কাকদ্বীপ এলাকা বেশ কাছাকাছি। এ সুযোগে সেখানকার বিপুলসংখ্যক জেলে এ দেশের জলসীমায় মাছ ধরতে আসে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্তকর্তা লে. ইমতিয়াজ আলম বলেন, ভারতীয় জেলেরা সমুদ্রসীমার প্রায় দেড় শ কিলোমিটার ভেতরে ঢুকে মাছ শিকার করে। তারা দ্রুতগামী নৌযান, কারেন্ট জালসহ জিপিএস নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে। এসব জেলেকে ধরতে নৌবাহিনীর পাশাপাশি তাঁরাও সাগরে অভিযান অব্যাহত রেখেছেন।

মোংলা থানার এসআই মো. আহাদ আলী বলেন, আইনি ব্যবস্থা নিতে ওই জেলেদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা