kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশের হামকুড়িয়া চলনবিল থেকে গতকাল মঙ্গলবার একটি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে জেলা প্রশাসনের পদ্ম পুকুরে কচ্ছপটি অবমুক্ত করা হয়। জানা যায়, গত সোমবার রাতে আব্দুল হাকিম নামের এক ব্যক্তি ওই চলনবিলে মাছ ধরতে গেলে তাঁর জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে সাংবাদিক সনাতন দাশের খবরের ভিত্তিতে গতকাল সকালে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের সদস্যরা কচ্ছপটি উদ্ধার করেন। এ প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়।

মন্তব্যসাতদিনের সেরা