kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

আ. লীগকর্মীদের হামলায় বিএনপি নেতা আহত

নাটোর প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি সহিদুল ইসলাম বাচ্চু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মৎস্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম বাচ্চু দাবি করেন আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছেন।

শহিদুল ইসলাম বাচ্চু জানান, নাটোর জজ কোর্টে দুটি মামলার হাজিরা দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারকে আদালত থেকে বিদায় জানিয়ে তিনি ও রওশন নামে একজনকে সঙ্গে নিয়ে অটোতে করে শহরের আলাইপুর মহল্লার বাড়িতে ফিরছিলেন। জেলা ক্রীড়া সংস্থা অফিসের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন আরোহী তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করে। বাধা দিতে গিয়ে রওশনও কিছুটা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। বাড়িতেই তিনি চিকিৎসা গ্রহণ করেন।

সহিদুল ইসলাম বাচ্চু দাবি করেন এই হামলার জন্য আওয়ামী লীগের কর্মীরাই দায়ী। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আকারামুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ এ বিষয়ে কিছু জানে না।’

মন্তব্য