kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

সরকারি ঘোষণায় খুশি ফরিদপুরবাসী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত ও পদ্মা বিভাগ ঘোষণায় ফরিদপুরবাসী আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে ফরিদপুর শহরের বদরপুর এলাকাা আফসানা মঞ্জিলে তিনি বলেন, ঐতিহ্যবাহী ও প্রাচীন জনপদ হিসেবে ফরিদপুর অবহেলিত ছিল। কিন্তু আজ ফরিদপুরকে সিটি করপোরেশন এবং ‘পদ্মা’ বিভাগের হেডকোয়ার্টার হিসেবে ঘোষণা করে ফরিদপুরকে নতুন মর্যাদায় অভিষিক্ত করলেন প্রধানমন্ত্রী।

মন্তব্যসাতদিনের সেরা