kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

দুই ট্রলারের সংঘর্ষ

শিশুর মৃত্যু বাবা নিখোঁজ

বরিশাল অফিস   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালের বাকেরগঞ্জে খেয়া পারাপারের ট্রলারের সঙ্গে ইটবোঝাই ট্রলারের সংঘর্ষে ছিটকে নদীতে পড়ে সূর্যচন্দ্র নামের দেড় বছরের এক শিশুর মৃত্য হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা জীবন চন্দ্র শীল নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সাহেবগঞ্জ খেয়াঘাটসংলগ্ন তুলাতলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জীবন চন্দ  শীল ভোলা জেলার বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, যাত্রী নিয়ে খেয়ার একটি ট্রলার নদী পাড়ি দেয়। অন্ধকারে ইটবোঝাই ট্রলারটি খেয়ার ট্রলারকে ধাক্কা দেয়। এতে খেয়ার ট্রলারের যাত্রী বাবা-ছেলে নদীতে পড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা