kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আ. লীগ নেতাদের দখল অনশনে ভুক্তভোগী

জামালপুর প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবসতবাড়ি জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনের এক দিন পর গতকাল সোমবার সমমনা বহুমুখী সমবায় সমিতির ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই সমিতির সভাপতি ও জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। একই সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসতবাড়ি ফিরে পেতে আমরণ অনশনে বসেন। একই দাবিতে তাঁরা গত রবিবার সংবাদ সম্মেলন করেছিলেন।

জামালপুর শহরের হাই স্কুল মোড়ের সমমনা বহুমুখী সমবায় সমিতির ব্যানারে গতকাল সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় জামালপুর প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে ওই সমবায় সমিতির সভাপতি ও জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ দাবি করেন, জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকার দরিদ্র নুরুল ইসলামের দেখভালের দায়িত্বে থাকা ১৫ শতাংশ জমির প্রকৃত মালিক ছিলেন স্থানীয় এস এম মাহফুজুর রহমান। গত ৭ এপ্রিল মাহফুজুর রহমানের কাছ থেকে সমবায় সমিতির সাবেক সভাপতি জাকির হোসেনের নামে ওই জমি ক্রয় করা হয়। পরে জানতে পারি যে ওই জমির দেখভালের দায়িত্বে থাকা নুরুল ইসলাম চলমান ডিজিটাল সার্ভের সময় কৌশলে ওই জমি তাঁর নামে লিপিবদ্ধ দেখান। বিষয়টি জানতে পেরে সমবায় সমিতির পক্ষ থেকে গত শনিবার নুরুল ইসলামকে ওই জমির দেখভালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।

মন্তব্যসাতদিনের সেরা