kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

মরিচক্ষেতে দুর্বৃত্তের বিষ!

সিংড়া (নাটোর) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় আশরাফুল ইসলাম নামের এক কৃষকের ২৫ শতাংশ মরিচক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্ত। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার সুকাশ ইউনিয়নের ছিলামপুর গ্রামের মৃত কাশি সরকারের ছেলে। কৃষক আশরাফুল গত রবিবার বিকেলে তাঁর ফসলের মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত মরিচগাছ দেখতে পায়। সব নুইয়ে পড়ে আছে। তাঁর ধারণা, শত্রুতাবশত মরিচগাছ নষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, ২৫ শতাংশ জমিতে চাষ করা মরিচগাছে সবেমাত্র মরিচ ধরেছিল।

মন্তব্যসাতদিনের সেরা