kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় থেকে বাঙালের মোড় পর্যন্ত সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এ অভিযান পরিচালনা করে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন জেলার সব সড়কে পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলে জানানো হয়েছে। এ সময় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের অফিস, ইটাগাছা ভিআইপি ট্রাকস্ট্যান্ডসহ দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসসহ রাস্তার দুই পাশে অবস্থিত সব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে দেখা যায়।

মন্তব্যসাতদিনের সেরা