kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

আহত যুবককে হুইলচেয়ার দিল শুভসংঘ

বিরামপুর ও বদরগঞ্জে কমিটি গঠন

প্রিয় দেশ ডেস্ক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদিনাজপুরের বিরামপুর উপজেলায় তিন বছর কোমায় থাকা বিদেশফেরত যুবককে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার পক্ষ থেকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। এ ছাড়া একই জেলার বিরামপুর এবং রংপুরের বদরগঞ্জে শুভসংঘের উপজেলা কমিটি গঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—

দিনাজপুর : সংসারে সচ্ছলতা ফেরাতে বিরামপুরের মো. রানা বাবু (২২) তাঁর বাবার জমি বিক্রি ও ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন ওমানে। সেখানে পৌঁছানোর তিন দিন পর থেকে তিনি নিখোঁজ হন। প্রায় এক মাস পর মা-বাবা জানতে পারেন তাঁদের ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেই দেশের একটি হাসাপাতালে চিকিৎসাধীন। তাঁকে রাখা হয়েছে কোমায়। ১০ মাস পর অচেতন অবস্থায় বাংলাদেশে ফেরত আনা হয় রানাকে। সেই অসহায় রানার পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। শুভসংঘ জেলা শাখার পক্ষ থেকে গত শনিবার তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

বিরামপুর (দিনাজপুর) : ‘শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে শুভসংঘ বিরামপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিরামপুর শহরের চরকাই চিলিস রেস্টুরেন্টে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রংপুর (আঞ্চলিক) : গত শনিবার বিকেলে বদরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয় চত্বরে শুভসংঘের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য