kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

বিদ্যুতে প্রাণ গেল কৃষকের

জয়পুরহাট প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরে ব্যবহার করা বিদ্যুতে প্রাণ গেল সাইফুল ইসলাম (৪২) নামের এক কৃষকের। সাইফুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল তাঁর গ্রামের পাশেই নিজস্ব পুকুরে মাছ চাষ করেন। পুকুর থেকে যেন কেউ মাছ চুরি করতে না পারে এ জন্য তিনি গোপনে পুুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখেন। ওই দিন দুপুরে অসাবধানবশত পুকুরে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা