রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গত চার মাসে ৪০টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বাল্যবিয়েগুলো বন্ধ করেন।
ইউএনও তমাল বলেন, ‘গুরুদাসপুরে বাল্যবিয়ে ও ইভ টিজিংয়ের পরিমাণটা অনেক বেশি। যেহেতু ইভ টিজিং থেকেই বাল্যবিয়ের উৎপত্তি তাই আমি প্রথমে সেটা প্রতিহত করতে শুরু করি। সামাজিক এই আন্দোলনে বেশ সাড়াও পাচ্ছি। সবার সহযোগিতায় একদিন গুরুদাসপুর উপজেলা বাল্যবিয়ে এবং ইভটিজিং মুক্ত হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘বাল্যবিয়ে ও ইভ টিজিং প্রতিহত করতে ইউএনওর নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সর্বোপরি সব অন্যায়কে দমন করতে সবাই প্রস্তুত রয়েছে।’
মন্তব্য