kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

হোস্টেলের খাবারে ১০ শিক্ষার্থী অসুস্থ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হোস্টেলের খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কলেজের মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সবাই চিকিৎসাধীন ছিল। মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হল সুপার প্রভাষক রফিকুল ইসলাম খোকন জানান, রাতে হোস্টেলের কয়েকজন ছাত্র অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সবাই মাথায় ব্যথা ও বমি করছিল। বর্তমানে তাদের অবস্থা অনেকটাই ভালো। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, প্রাথমিকভাবে রোগীদের সিম্পটম দেখে মনে হচ্ছে খাবারের বিষক্রিয়া তারা অসুস্থ হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা