kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

পৌরসভার ডাস্টবিন ভেঙে দিলেন সাবেক সেনা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআক্কেলপুর উপজেলার প্রধান সড়কের পাশে পৌরসভার একমাত্র ডাস্টবিনটি গভীর রাতে ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ওবাইদুল হক নামের সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওবাইদুল আক্কেলপুর পৌরসভার মেয়রের নাম ভাঙিয়ে ওই ডাস্টবিন ভেঙেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর পৌর সদরের প্রধান সড়কের পাশে (উপজেলা পোস্ট অফিসসংলগ্ন) সরদারপাড়া গ্রামে পৌরসভার ডাস্টবিনটি অবস্থিত। এ ডাস্টবিনেই ওই গ্রামের প্রায় ২০-৩০টি পরিবারের ময়লা-আবর্জনা ফেলা হতো। গত মঙ্গলবার রাতে ওই ডাস্টবিন ভেঙে ফেলেন সাবেক সেনা সদস্য ওবাইদুল হক। এ সময় স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দিলে তিনি ‘মেয়র ডাস্টবিনটি ভেঙে ফেলতে বলেছেন’ বলে স্থানীয়দের জানান। তবে জানতে চাইলে মেয়র বলেন, ‘আমি এই কথা বলিনি।’

আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, ‘ওবায়দুল হক নামের ওই ব্যক্তি আমার নাম ভাঙিয়ে ডাস্টবিন ভেঙেছেন।’

মন্তব্যসাতদিনের সেরা