বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১
সিলেটের বিশ্বনাথে গণধর্ষণ মামলার আসামি ফজলুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের চেরাগী গ্রামের আবদুল মন্নানের ছেলে। গত সোমবার গভীর রাতে আসামির নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের অপমান ভুলতে পপি বেগম (১৯) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। দাফনের দুই দিন পর পপির ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে একটি চিরকুটে এ তথ্য মিলেছে। পপি উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নিজ ঘর থেকে পপির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পপির বাবা গত সোমবার রাতে চারজনকে আসামি করে বিশ্বনাথ থানায় গণধর্ষণের মামলা করেন।
মন্তব্য