kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

ইউএনওকে হত্যার হুমকি

আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গত সোমবার ঘটনাটি ঘটলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ। ইউএনও উম্মে রুমানা তুয়ার অভিযোগ, সোমবার সন্ধ্যায় তাঁর সরকারি মোবাইল নম্বরে খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, ‘ইউনো (ইউএনও) মেডাম হুনতাছি আপনে ছাইপুলরে সেলটার দিবাইন। তাহলে আপনার লাশ পরব। শুদু কইতাছি আমারে কিন্তু ইয়াবাসহ পুলিশ দরেও কিছু করতে পারে নাই।’ সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা প্রশাসককে জানান তিনি। পরে থানায় জিডি করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবির বলেন, জিডির পরপরই হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ওসিকে (তদন্ত) নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা