kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

গভীর রাতে নিবন্ধন ছাড়াই বাল্যবিয়ে

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক সপ্তাহ আগে পাশের বাড়িতেই বাল্যবিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। তাই কোনো ঝুঁকি না নিয়ে গভীর রাতে দশম শ্রেণিতে পড়া স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে নিবন্ধন ছাড়া শুধু দোয়া পড়িয়েই বরের হাতে তুলে দেয় পরিবারের লোকজন। গত সোমবার রাতে এ ধরনের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরখামটখালি গ্রামে। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও ওই বাড়িতে গিয়ে কনের বাবা ইসলাম উদ্দিনকে ভ্রম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন বলেন, গতকাল মঙ্গলবার তিনি চরখামটখালির ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা