রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল জলিল। কিন্তু গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে তাঁর প্রতীক মোটরসাইকেলে। এ কেন্দ্রে ৪৭৪ ভোট পেয়েছেন তিনি। একই কেন্দ্রে তাঁর চেয়ে ১০ ভোট কম পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম মুকুল (নৌকা)।
জলিল পোরজনা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে আসায় প্রচারের জন্য কোনো পোস্টার ছাপাইনি। আগে চেয়ারম্যান ছিলাম, এ কারণে আমার কিছু ভক্ত না জেনেই আমাকে ভোট দিয়েছেন।’ অন্যদিকে পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ‘মোটরসাইকেল প্রতীক এ কেন্দ্রে প্রথম হয়েছে।’
মন্তব্য