kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে নারকেলগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মেহেদী হাসান পারভেজ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার নওয়াপাড়া গ্রামের সরদারপাড়ার দিনমজুর শাহিনুর রহমানের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মাহাবুব রহমান তাঁর বাড়ির একটি নারকেলগাছের পাতা কাটতে মেহেদীকে গাছে তুলে দেন। কয়েকটি নারকেল পাড়ার পর মেহেদী দা দিয়ে নারকেলগাছের ডাল কাটতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে ডালের পাতা স্পর্শ করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ গাছ থেকে নিচে পড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা