kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

আগে ১৫০০ টাকা এখন ৪৫ হাজার

সিংড়া (নাটোর) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ আগে তাঁর প্রতি মাসে বিল আসত মাত্র দেড় হাজার টাকা। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিংড়া জোনাল অফিস থেকে ইস্যু করা এ বিলটি পাঠানো হয়েছে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারের ওয়েল্ডিং ওয়ার্কশপের দোকান মালিক শাহাদত হোসেনকে। বিলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ গত আগস্ট মাসে বিল এসেছে এক হাজার ৭১৯ টাকা এবং জুলাই মাসে বিল এসেছে এক হাজার ২৮৬ টাকা। ব্যবসায়ী শাহাদত হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, ‘এমন ভূতুড়ে বিল আমি জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ৪৫ হাজার টাকার ওপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।’ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।’

মন্তব্য