kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

রানীশংকৈলে মুক্তিযোদ্ধার জমি দখলচেষ্টার অভিযোগ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ভাণ্ডারা এলাকায় মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুর রহমানের জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দুই ভাই নবকুমার নাথ ও কম্বেশ্বর নাথ জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ। 

জানা যায়, ভাণ্ডারার আ. হামিদের কাছ থেকে দলিলমূলে কবলা সূত্রে ২৫ শতাংশ জমি কিনেছিলেন মুক্তিযোদ্ধা হামিদুর।

১৯৯৬ সাল থেকে জমিটি ভোগদখল করছেন তিনি। আট থেকে ১০ বছর আগে জমির ওপর ‘রংপুরিয়া মার্কেট’ নির্মাণ করেন তিনি। মার্কেটটিতে চারটি দোকান আছে। আর দোকানগুলোর পেছনে হাসকিং মিল, চাতাল ও গুদাম আছে। এরই মধ্যে শরিকমূলে ১০ শতাংশ জমি পাওয়ার দাবি তুলেছেন দুই ভাই নবকুমার ও কম্বেশ্বর।

শুধু তা-ই নয়, দুই ভাই মিলে মুক্তিযোদ্ধা হামিদুর ও তাঁর ছেলে রাহিনুর ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটুকু দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ।

মুক্তিযোদ্ধা হামিদুর অভিযোগ করেন, ‘নবকুমার ও কম্বেশ্বর দালালচক্রকে সঙ্গে নিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে।’

অভিযুক্ত কুম্বেশ্বরের দাবি, ‘২৫ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ জমি আমরা পাই। এ জমি আমাদের। বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে।’

৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ইসাহাক আলী বলেন, ‘বিষয়টি আমাদের পৌর মেয়র আলমগীর সরকার দেখছেন।’

এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে।’

মন্তব্যসাতদিনের সেরা