kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

শিক্ষাকর্তাকে পেটানো সেই চালক কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলা শিক্ষা অফিসের জেলা প্রশিক্ষণ সমন্বয়ক আমিনুল ইসলামকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত গাড়িচালক ইমতিয়াজ আলী বাবলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে ওই চালককে পঞ্চগড় আমলি আদালত-১-এ হাজির করা হলে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার রাতে তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা করেন প্রশিক্ষণ সমন্বয়ক আমিনুল ইসলাম।

মামলার তদন্তদকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক দীন মোহাম্মদ জানান, গত শনিবার রাতে প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলাম ওই গাড়িচালকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা