kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

যশোরে তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

যশোর অফিস   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরে তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত শনিবার রাতে বিবর্তনের নাট্যোৎসবে একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : কালের কণ্ঠ

যশোরে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব। নাট্য সংগঠন বিবর্তন যশোরের আয়োজনে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসব শুরু হয়। শনিবার রাতে নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘জীবনের জন্য সুবাতাস নেওয়ার জায়গা হলো সাংস্কৃতিক অঙ্গন। তাই সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হান্নান মিয়া, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা