kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি

খুলনা অফিস   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় কর্মবিরতি পালন করছেন ট্যাংক লরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন এ কর্মসূচি আহ্বান করে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল।

ধর্মঘটের কারণে খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হয়।

মন্তব্যসাতদিনের সেরা