kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

সিলিন্ডার বিস্ফোরণ

নবীনগরে চাচা-ভাতিজার মৃত্যু আলফাডাঙ্গায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী মোড়ের একটি মুদি দোকানে বুধবার গভীর রাতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দোকানে ঘুমিয়ে থাকা চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। তারা হলো চাচা আলমগীর হোসেন (২২) ও ভাতিজা বায়েজিদ বাবু (১৭)।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই গ্রামের শাহ আলমের মুদির দোকানে তাঁর ছোট ভাই আলমগীর ও ছেলে বাবু বুধবার দুর্গাপূজার দশমী উৎসব দেখে রাত ২টার দিকে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে ওই দোকানে বিকট আওয়াজে একাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দোকানে ঘুমিয়ে থাকা চাচা-ভাতিজা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যায়। স্থানীয়রা জানায়, বিক্রির জন্য মুদি দোকানটিতে ১০টির মতো সিলিন্ডার গ্যাস মজুদ ছিল।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে দোকানে মজুদ থাকা একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন ভয়াবহ রূপ নেওয়ায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।’

এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মেলা উপলক্ষে গ্যাস বেলুন বিক্রেতা সুমন শেখ বাড়ির উঠানে বসে বেলুনে গ্যাস ভরছিলেন। অনেকেই তা দেখছিল। এ সময় বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তিনজন আহত হয়।

মন্তব্যসাতদিনের সেরা