kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

ঘাটাইলে ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের ঘাটাইলে আমন ধানক্ষেতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় নূরুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার জামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় ইউপি মেম্বার বন্দেছ আলী জানান, নূরুল ইসলাম মূলত একজন কৃষক। তাঁর আমন ধানক্ষেতে দুপুরে মুখে মুখোশ বা কোনো আবরণ ছাড়াই স্প্রে মেশিনে কীটনাশক ছিটাতে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। উল্টো দিক থেকে বাতাস বইতে শুরু করলে কীটনাশক মিশ্রিত পানি তাঁর নাক, মুখ ও চোখে লাগে। স্প্রে করা অবস্থায়ই নুরুল ইসলাম তাঁর ধানক্ষেতে লুটিয়ে পড়েন। ঘটনাটি তাঁর ছেলে ও আশপাশের লোকজন দেখে তাঁকে দ্রুত উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে কৃষিবিদ হাসান ইমাম বলেন, ‘মুখে কাপড় না বেঁধে অনিরাপদ অবস্থায় কীটনাশক প্রয়োগ করার কারণে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে। তবে মারা যাওয়ার সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।’

মন্তব্যসাতদিনের সেরা