kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

মুচলেকার পরও বাল্যবিয়ের চেষ্টা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে দুপুরে মুচলেকা দিয়ে বিকেলে বিয়ের আয়োজন করে কনেপক্ষ। এ খবর পেয়ে ময়মনসিংহের নান্দাইলের ইউএনও আব্দুর রহিম সুজন ঘটনাস্থলে গেলে দৌড়ে পালিয়ে যায় বরসহ ওই পক্ষের লোকজন। তাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল এ ঘটনা ঘটে হাওলাপাড়া গ্রামে। এ সময় আটক কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল ওই ছাত্রীর বিয়ের কথা ছিল। দুপুরে কনের বাড়িতে গিয়ে তার বাবার কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়ে বন্ধ করা হয়। কিন্তু  বিকেলে মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার।

 

মন্তব্যসাতদিনের সেরা