kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

সাত দিনব্যাপী নাট্যোৎসব

যশোর অফিস   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১২ অক্টোবর থেকে যশোরে শুরু হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব। সাত দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ ও ভারতের আটটি নাট্যদল অংশ নেবে। গতকাল বুধবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংস্কৃতিক সংগঠন বিবর্তনের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমিতে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই নাট্যোৎসব শুরু হবে, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব কমিটির আহ্বায়ক ও বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খান দুলু। এ সময় উৎসবের উপদেষ্টা এবং জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বির্বতনের উপদেষ্টা অর্চনা বিশ্বাস উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা