kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

যবিপ্রবিতে পরীক্ষা ছাড়াই ভর্তি!

যবিপ্রবি প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিভিন্ন প্রতিযোগিতামূলক অলিম্পিয়াডে সেরা ফলাফল অর্জনকারীরা এ বছর ২০১৯-২০ সেশনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি পরীক্ষা ছাড়াই শর্তসাপেক্ষে বিশেষ ভর্তির সুযোগ পাবে। গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটি ২০১৯-২০-এর সদস্যসচিব প্রকৌশলী  মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ক তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত, ইনফরমেটিক্স, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে পদক প্রাপ্ত বা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা ভর্তির অত্যাবশ্যকীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি ভর্তির জন্য বিবেচিত হবে। তবে এ বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং প্রার্থীদের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা