kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

কোটচাঁদপুর উপজেলা নির্বাচন

আ. লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ

ঝিনাইদহ প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক। এ ছাড়া নিজের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।

এ সময় তিনি আরো অভিযোগ করেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ প্রার্থী শরীফুন্নেছা মিকি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছেন। স্থানীয় সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার রাতে ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়ক সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির পৌর সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।’ 

বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ‘উপজেলায় নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নেই। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল হচ্ছে না।’

এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী রুস্তুম আলী, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী শরীফুন্নেছা বলেন, ‘নির্বাচনী বিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ 

মন্তব্যসাতদিনের সেরা