kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

তাড়াশে সংঘর্ষে আহত ১৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের তাড়াশে তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘী-সগুনা বাজারে এ ঘটনা ঘটে। পরে তাড়াশ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এর আগে সকালে দিঘীসগুনা গ্রামের ইউপি সদস্য সেন্টু হোসেন ও একই গ্রামের জিয়া উদ্দিনের মধ্যে দিঘীসগুনা বাজারে একটি দোকানে বসাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। বিকেলে ওই বাজারেই উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।

মন্তব্যসাতদিনের সেরা