kalerkantho

রবিবার । ১০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৪  মে ২০২০। ৩০ রমজান ১৪৪১

রাজবাড়ীতে দেয়ালচাপায় স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ী সদরে দেয়াল ভেঙে স্কুলছাত্র সাদিদ রহমান প্রিন্সের (৮) মৃত্যু হয়েছে। গত সোমবার সিংগা মোহাম্মদপুর এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ব্যাপারে শিশুটির মা গতকাল মঙ্গলবার অপমৃত্যু মামলা করেছেন। রাজবাড়ী থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিন্স জেলা শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার মা-বাবার মধ্যে বিয়েবিচ্ছেদ হয়েছে। তাই জেলা শহরে ব্যবসায়ী নানা আজিবর রহমান স্বাধীনের বাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। জানা যায়, প্রিন্সের নানাবাড়ির সামনে আরেক ব্যবসায়ী টোকনের বাড়ি। টোকনের ছেলে ইশা ও প্রিন্স একই শ্রেণিতে পড়ে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধুও। সোমবার সকালে পরিবারকে নিয়ে সিংগা মোহাম্মদপুরে শ্বশুরের বাড়িতে যান টোকেন। এ সময় প্রিন্সও তাদের সঙ্গে ছিল। বিকেলে প্রিন্স, ইশা ও ইশার সমবয়সী চাচাতো ভাই সামি বাড়িটির নির্মাণাধীন দেয়ালের ওপর উঠে খেলছিল।

মন্তব্যসাতদিনের সেরা