kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সংক্ষিপ্ত

মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার পাঁকা ইউনিয়নের ১৩ রশিয়া দক্ষিণ পাঁকা গ্রামের সাহাবুদ্দিন আহমেদ (৪৭) ও তাঁর ছেলে আবদুল্লাহ (৮)। নিখোঁজ সাহাবুদ্দিন আহমেদের ভাগ্নে দুলাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাহাবুদ্দিন ও আবদুল্লাহ ছোট একটি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। স্থানীয় বাসিন্দা তরিকুল নামের এক যুবক সকাল সাড়ে ৮টার দিকে মাঝ নদীতে তাঁদের নৌকাটি ডুবতে দেখে মোবাইলফোনে তাঁদের বাড়িতে বিষয়টি জানান। পরে কয়েকটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী।

মন্তব্যসাতদিনের সেরা