kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

‘আমরা সবাই মিলে উৎসবে অংশ নিই’

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশারদীয় উৎসবে কোনো জাতিগত ভেদাভেদ নেই উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা সবাই মিলে উৎসবে অংশ নিই। কারণ আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, উৎসব সবার।’

গতকাল রবিবার ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়নে দুর্গামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও পূজারিদের উদ্দেশে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ। পরে তিনি বিভিন্ন মণ্ডপে অনুদান হিসেবে নগদ টাকার পাশাপাশি শাড়ি দেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা