kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

ফেনসিডিলসহ চিকিৎসক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফেনসিডিলসহ চিকিৎসক গ্রেপ্তার

জামালপুরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ডা. এস এম এমদাদুল হক। ছবি : কালের কণ্ঠ

জামালপুর শহরের মিয়াপাড়া এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল (প্রা.) নামের একটি বেসরকারি হাসপাতালের পরিচালক ডা. এস এম এমদাদুল হক বিদ্যুৎকে (৪৮) আট বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁকে তাঁর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মিয়াপাড়া এলাকার এস এম সিরাজুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার দুপুর ১টার দিকে জামালপুর শহরের মিয়াপাড়ায় আমেনা জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের পরিচালক ডা. এস এম এমদাদুল হক বিদ্যুৎ বিকাশ লেখা একটি শপিং ব্যাগ হাতে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই শপিং ব্যাগ তল্লাশি করে আট বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ বিষয়ে এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মাদক কারবারের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডা. এস এম এমদাদুল হক বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল ব্যবসার পাশাপাশি তিনি একজন মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল চোরাই পথে আমদানি করে জামালপুর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। থানায় মামলা করে আদালতের মাধ্যমে তাঁকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা