kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ব্যবসায়ীকে অপহরণ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক দুই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি ছাত্রাবাস থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ত্রিশাল ও ভালুকা থানার পুলিশ। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী আল আমিন (২০) ও ত্রিশাল চরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে জিয়াদ হাসান (২২)। ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা সিডস্টোর এলাকা থেকে ব্যবসায়ী ফেরদৌসকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুক্রবার বিকেলে দুই অপহরণকারীকে আটক করা হয়। এ ব্যাপারে ভালুকা থানায় মামলা দিয়ে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা