kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

গাইবান্ধা সরকারি কলেজ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ অবরুদ্ধ

গাইবান্ধা প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে গতকাল শনিবার প্রশাসনিক ভবনে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁর পক্ষ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংশোধনসহ বিভিন্ন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শান্ত হয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কলেজ শাখা ছাত্রলীগ। মিছিলটি অধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ডে শতাধিক শিক্ষার্থীর তথ্য ভুল এসেছে। এ বিষয়ে অধ্যক্ষকে জানানো হলেও তিনি সময়ক্ষেপণ করেন। সময় শেষ হওয়ার পর তিনি কলেজের কম্পিউটার অপারেটরকে দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের জানান যে আর কিছু করার নেই।’ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মোন্নাফ মাছুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম বিশাল, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন সরকার জয় প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা