kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে

অভিযুক্ত চিকিৎসক পলাতক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় ১১ মাসের শিশু কবীর হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গতকাল শনিবার মীরগঞ্জ বাজারের শান্তিনিকেতন চিকিৎসালয়ে ঘটনাটি ঘটে। এরপর থেকে চিকিৎসালয়টির মালিক অভিযুক্ত পল্লী চিকিৎসক শামছুল আলম পলাতক। কবীর বেকরীরচর গ্রামের সাজু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বর আর পেটব্যথায় ভুগছিল কবীর। গতকাল বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শান্তিনিকেতন চিকিৎসালয়ে নেওয়া হয়। সেখানে পল্লী চিকিৎসক শামছুল শিশুটিকে ভুল ওষুধ দিলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক পলাতক।

ইউএনও সোলেমান আলী বলেন, ‘শিশুর অভিভাবক আইনের আশ্রয় নিলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

মন্তব্যসাতদিনের সেরা