kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বগুড়ায় সাবেক এমপির ছেলে ফেনসিডিলসহ ধরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় সাবেক এমপির ছেলে ফেনসিডিলসহ ধরা

রাহিদ মোস্তাফিজ

বগুড়ায় রাহিদ মোস্তাফিজ (৪৮) নামের এক যুবককে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের  ছেলে। তাঁর বাবা প্রয়াত মোস্তাফিজার রহমান পোটলও মুত্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের সরকারের সংসদ সদস্য ছিলেন।

বগুড়া ডিবি পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ জানান, গত শুক্রবার রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাহিদের বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি কালো ব্যাগের ভেতর থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। রাহিদ দীর্ঘদিন ধরে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর রাহিদ পুলিশের কাছে ফেনসিডিল বিক্রি এবং সেবনের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা