kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

৭০ লাখ টাকার অবৈধ সম্পদ সাবেক কর কর্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীর বিরুদ্ধে ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। আরো অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা বিবরণীতে ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বুধবার দুদকের সমন্ব্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর এ মামলা করেন।

মামলাটি গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা