kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ভালুকায় পলিথিনবিরোধী অভিযান

চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকায় পলিথিনবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওই অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী ও সিডস্টোর বাজার থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রায় ৩০ কেজি পলিথিন উদ্ধার করে চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল হোসেন, আবদুল বারেক, হুমায়োন ও মাসুদ মিয়া। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামালের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ওই পলিথিন উদ্ধার করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর আগে ৫ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মার নেতৃত্বে সিডস্টোর বাজারের নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও ওবায়দুলের দোকান থেকে প্রায় দুই শ কেজি পলিথিন উদ্ধার করে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা