kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

পবিপ্রবিতে আন্দোলন

ভূমি ব্যবস্থাপনা অনুষদের ক্লাস পরীক্ষা বর্জন

পবিপ্রবি প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইন ডিগ্রির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তাঁরাও আইন সম্পর্কে লেখাপড়া করেন অথচ তাঁদের আইনের ডিগ্রি দেওয়া হয় না। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে ৯ সেপ্টেম্বর তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। ১১ সেপ্টেম্বর অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মো. রেদওয়ান ইসলাম অমি বলেন, ‘আমাদের একটাই দাবি, আমরা বিএসসির পরিবর্তে আইন ডিগ্রি চাই। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।’

মন্তব্যসাতদিনের সেরা